অজ্ঞাত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তা আহ্বান করেছে শাহআলী থানা পুলিশ

অজ্ঞাত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তা আহ্বান করেছে শাহআলী থানা পুলিশ
print-news অজ্ঞাত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তা আহ্বান করেছে শাহআলী থানা পুলিশ

অনলাইন ডেস্ক: একজন অজ্ঞাতনামা মৃত নারীর বয়স ৩৫ বছর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহআলী থানা পুলিশ।

শাহআলী থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ খ্রি. সকাল ০৭:০০ ঘটিকায় শাহআলী থানার ০১নং রোডের উত্তর বিশিল কুসুমবাগ এলাকার একটি বাড়ীর সামনে তোষকে মোড়ানো হাত-পা বাধা অবস্থায় একজন অজ্ঞাতানামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহআলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (০১৩২০-০৪১১৫০), ডিউটি অফিসার (০১৩২০-০৪১১৫৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১৫০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Share this content:

Leave a Reply

এক নজরে