ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে

ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে
print-news ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে

নব নিউজ24 রিপোর্ট: ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে ফাঁকা হয়ে গেছে জনবহুল এই নগরী, নেই চিরচেনা যানজট। তবে ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে। আবার যান চলাচল বাড়লেও গণপরিবহনগুলোতে যাত্রী সংকট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে

সরেজমিনে রাজধানীর শ্যামলী, আসাদ গেট,  ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ এলাকায় দেখা যায়, ঈদের আগের দিন গত রোববার এবং ঈদের দিন সোমবারের তুলনার যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও কিছু যাত্রীর উপস্থিতিও দেখা গেছে। তবে মহানগরীর মধ্যে চলাচলকারী অধিকাংশ বাসে আসন ফাঁকা দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে বাসের স্টাফদের যাত্রী খোঁজার চিত্র ছিল চোখে পড়ার মতো। যাত্রী সংকটে এসব পয়েন্টে কিছু সময়ের জন্য বাসগুলোকে অপেক্ষা করতেও দেখা যায়।

এদিন যানবাহন চলাচল বাড়লেও সড়কের কোথাও যানজটের চিত্র দেখা মেলেনি। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা যায়। সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে।

এদিকে সড়কে বের হওয়া যাত্রীদের অধিকাংশই আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছেন বলে জানান পরিবহন শ্রমিকরা।

Share this content:

Leave a Reply

এক নজরে