মাসুদ রানা : জাভেদ নাছিম কে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মোঃ জাভেদ নাছিম কে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়।
সম্প্রতি ৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নেলসন ম্যান্ডেলা মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেলসন ম্যান্ডেলা আদর্শ কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার -২০২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মটর ঢাকায়। আয়োজনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ, একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়।
উদ্বোধক হিসেবে ছিলেন মোঃ জহুরুল হক জহির অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ রাজিউন সালমা লাবনী সহ সাংগঠনিক সম্পাদিকা বাংলার বীর ফাউন্ডেশন সভাপতিত্ব করবেন করেনঅধ্যাপক মোঃ গোলাম ফারুক অধ্যক্ষ, মনোহরদী সরকারি কলেজ নরসিংদী ও সহ-সভাপতি, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ। স্বাগত বক্তব্য রাখবেন জোবায়ের হক এ্যাডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট এবং ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট। অনুষ্ঠান পরিচালনায় : মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ।
জাভেদ নাছিম একজন গুণী মানুষ। ১৯১ বার রক্তদাতা ও সাদা মনের মানুষ।
উক্ত অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে ১০টি ক্যাটাগরিতে ৩০ জনকে, নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্পন্সর এর ছিল রাব্বি হারবাল লিমিটেড। মিডিয়া পার্টনার ছিল নবনিউজ২৪.কম।
সম্পাদক
মোঃ মাসুদ রানা
মোবাইল:
০১৯১৬৯৭৮২৫৪
অফিস
: ইদ্রিস সুপার মার্কেট, শপ নং ৭৭
(২য় তলা) যাত্রাবাড়ী, ঢাকা।
Email : hot@novnews24.com
Copyright © 2024 | Powered by : Bir Digital Point