মাসুদ রানা : সম্প্রতি ২৭ নভেম্বর রোজ বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মটর ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও বর্ষসেরা পুরস্কার -২০২৪ প্রদান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সাবেক সফল মন্ত্রী ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয় এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আমান উল্লাহ । এবং সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদিকা ডাক্তার রাজিউন সালমা লাবনী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন ।
বক্তারা অনুষ্ঠানে বলেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রথমেই শুরুটা করতে হবে আমাদের ঘর থেকে। আমাদের পরিবার থেকে। তবেই সমাজ ও রাষ্ট্র বৈষম্য মুক্ত হবে। আলোচনা শেষে গুণীজনদের মাঝে বর্ষসেরা পুরস্কার- ২০২৪ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন গুণীজনদের সম্মানিত করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ফয়সাল আজম অপু। সমাজ সেবায় বিশেষ অবদান জন্য মোঃ জাভেদ নাছিম। সাহিত্যে ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মোঃ মাসুদ মাহাতাব। সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য শাহিনা আফরোজ। শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এর জন্য শাহাজান মিয়া। নারী উদ্যোক্তা ও রন্ধন শিল্পে বিশেষ অবদানের জন্য সাদিয়া আফরিন। ব্যবসা-বাণিজ্যের বিশেষ অবদানের জন্য মোঃ ইমন সিকদার। চিকিৎসা সেবা বিশেষ অবদানের জন্য মোহাম্মদ ইসমাইল। সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য সবুজ রায়। নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য নুসরাত জাহান রুমি। সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য দেওয়ান সামছুর রহমান। নারী উদ্যোক্তা ও রন্ধন শিল্পে বিশেষ অবদানের জন্য তৃপ্তি রানী বাড়ৈ। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানে জন্য সুমন দাস, মোঃ আব্দুল আলিম। নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য মোছাঃ মৌসুমী সুলতানা। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আবু হাসনা পলি।
সম্পাদক
মোঃ মাসুদ রানা
মোবাইল:
০১৯১৬৯৭৮২৫৪
অফিস
: ইদ্রিস সুপার মার্কেট, শপ নং ৭৭
(২য় তলা) যাত্রাবাড়ী, ঢাকা।
Email : hot@novnews24.com
Copyright © 2024 | Powered by : Bir Digital Point