বিটিএস ব্যান্ড দেখতে বাড়ি ছেড়ে পালিয়ে আসে শিশু মরিয়ম (১২)
বিশেষ প্রতিনিধি : বিটিএস ব্যান্ড দেখতে বাড়ি ছেড়ে পালিয়ে আসে শিশু মরিয়ম (১২) শিশু মরিয়মের বাবা ছোট বেলায় তাকে মায়ের কাছে রেখে অন্যত্র আরেকটি বিয়ে করেন। শিশুটির মা অর্থের অভাবে ওমানে কাজে চলে যায়।শিশুটি তার নানির সাথে কুমিল্লার মু্রাদ নগরে থাকতো।
মায়ের বিদেশ থেকে পাঠানো মোবাইল দেখে শিশুটির দিন পার করতো। মোবাইলে শিশু টি সব সময় কোরিয়ার ব্যান্ড বিটিএস সদস্যদের নাচ গান, সমস্ত কিছু দেখতো। এবং তাদের অনুসরণ করতো।
গত ২৮/১১/২৪ তারিখে শিশু মরিয়ম, পাঁচশত টাকা নিয়ে সমস্ত জামাকাপড় নিয়ে বের হয়ে যায়। শিশুটির উদ্দেশ্য ছিল কমলাপুর থেকে সে সিলেটে যাবে তারপর সিলেট থেকে বর্ডার দিয়ে ভারতে ঢুকবে।
তারপর ভারত থেকে কোরিয়া যাবে বিটিএস সদস্যদের কাছে। কিন্তু ২৮/১১/২৪ তারিখে ট্রেনের দায়িত্বরত টিটি তাঁকে একা একা ট্রেনে দেখে তাঁকে ঢাকা রেলওয়ে থানায় দিয়ে আসে । ২৮/১১/২৪ তারিখে রাতে ঢাকা রেলওয়ে থানার ফোন কলের মাধ্যমে শিশু মরিয়ম কে ঢাকা রেলওয়ে থানার ১৫৫৪ নং জিডির মাধ্যমে উদ্ধার করে লিডোর সেতুবন্ধন শেল্টার কমলাপুরে আশ্রয় প্রদান করা হয়।
বাড়ি ছেড়ে পালিয়ে আসে শিশু মরিয়ম ,শিশুটি কোনো অবস্থাতেই বাসায় যেতে রাজি ছিল না। তার ইচ্ছে সে যেকোনো ভাবে বিটিএস সদস্যদের কাছে ই যাবে,তাই শিশুটি আমাদের কাছে সব তথ্য এবং তার ঠিকানা ভুল বলে।
কিন্তু আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কুমিল্লার প্রশাসনিক কর্মকর্তাদের সাহায্যে শিশুটির পরিবার খুঁজে পেতে সক্ষম হই।
এবং অদ্য ৩/১২/২৪ তারিখে শিশু মরিয়ম কে মুগদা থানার ১৩৫ নং জিডির মাধ্যমে শিশুটির মা লিপি বেগমের কাছে হস্তান্তর করা হয়।
Share this content:
Leave a Reply